মোঃ নূরুল হোসাইন,
কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দরগাহ পাড়া থেকে ২০ প্যাকেট চোলাই মদ উদ্ধার করেছে ঈদগাও থানা পুলিশ।
জানা যায়, গত ২৫ ই মে সোমবার রাত ৯ টার দিকে পরিত্যক্ত অবস্থায় স্থানীয় মৃত দোস্ত মোহাম্মদ এর বাড়ির সামনের রাস্তার উপর প্লাস্টিকের ব্যাগে ভর্তি করা এ চোলাই মদের বস্তা এলাকাবাসী দেখতে পেয়ে ঈদগাঁও থানা পুলিশকে অবহিত করলে তাত্ক্ষণিক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এর নির্দেশে এসআই শামীম ও এএস আই আব্দুর রহিম ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে উপস্থিত সাক্ষীগণের সামনে চোলাই মদগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন,মাদকের বিরুদ্ধে সবসময় জিরু টলারেন্সে নিয়ে কাজ করে যাচ্ছে কক্সবাজার জেলার পুলিশ প্রশাসন।তারই ধারাবাহিকতায় ঈদগাঁও থানা পুলিশও কঠোর অবস্থানে রয়েছে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে সকল অপরাধীকে পর্যাক্রমে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন,অপরাধী যেই হোক না কেন সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।পাশাপাশি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত চোলাই মদগুলো কার তা গোপন সংবাদের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।সঠিক তথ্য প্রমাণ বের করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।