নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের খরুলিয়ায় ব্যক্তিগত অনুদানের কিছু টাকা অসহায় দুস্থ পরিবারগুলোর মাঝে সুষম বন্টন করতে গিয়ে একশ্রেণীর দালাল ও দুস্কৃতিকারীদের খপ্পরে পড়ে নানামুখী ষড়যন্ত্রের শিকার হয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ। গত ২৭ এপ্রিল উক্ত টাকা বিতরণ করতে এই ঝামেলায় পড়েন তিনি। পরবর্তীতে একের পর গুজব সৃষ্টি করে আব্দুর রশিদ মেম্বারের সামাজিক, পারিবারিক এবং রাজনৈতিক জীবনকে হেয়প্রতিপন্ন পূর্বক হুমকির মুখে ফেলে দিয়েছে। এমনকি আব্দুর রশিদ মেম্বারের রাজনৈতিক ভাবে প্রতিপক্ষের লোকজন ইতিমধ্যে তাঁর উপর হামলা ও মারধরের পরিকল্পনা পর্যন্ত করেছে বলে জানা গেছে।
উদ্ভুত পরিস্থিতি নিয়ে আব্দুর রশিদ এক বিবৃতিতে জানান- গত ২৭ তারিখ প্রতি বছরের মত হতদরিদ্র পরিকারকে ৪ হাজার টাকা করে বিতরণ করা হয়। বিতরণ শেষে দেখা গেছে অসংখ্য গরীব মানুষ অর্থপ্রাপ্তি থেকে বাদ পড়ে গেছে। পরবর্তীতে আরও অর্ধ সহস্রাধিক অসহায় মানুষ উক্ত টাকা পেতে নানা ভাবে আবেদন জানায়। উক্ত আবেদনের ভিত্তিতে মানবিক দিক বিবেচনা করে বঞ্চিতদের কাছে সহযোগীতা পৌছে দিতে ইতিপূর্বে দেওয়া কোনারপাড়া এলাকার কয়েকজনের কাছ থেকে ২ হাজার টাকা করে ফেরত নিয়ে বাকী ২ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এটাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাই নেমে পড়েছেন। এভাবে করে তিনি গত তিনদিন ধরে বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার টাকাসহ অসংখ্য পরিবারকে নিত্যপন্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
তিনি জানান- এই অনুদানের টাকা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্খিদের পাঠানো। সম্মিলিত ভাবে তারা প্রতি বছর একটি ফান্ড তৈরি করে উক্ত টাকা পাঠিয়ে থাকে। প্রতি বছর রোজার ঈদে টাকাগুলো আমার নির্বাচনী এলাকার অসহায় গরীব মানুষগুলোর মাঝে বিতরণ করে থাকি। এক্ষেত্রে সুষম বন্ঠন নিশ্চিত করতে কোনো কোনো বছর হয়তো টাকার পরিমাণে কমবেশি হয়। কিন্তু এটাকে ঘিরে একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক ও পারিবারিক প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে যাকাতের টাকা আত্মসাতের মতো জঘন্য অপবাদ দিয়ে সংবাদের নামে গুজব ছড়িয়ে আমার জীবন ও ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলেছে।
তিনি আরও নিশ্চিত করেন- টাকাগুলো কোনো সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফান্ড নয়। এমনকি এনজিও কিংবা সংস্থার টাকাও নয়। এটি সম্পূর্ণ ভাবে তার ব্যক্তিগত পরিচিতজন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের টাকা। যেটি তারা একটি ফান্ড গঠন করে প্রতি বছর রশিদ মেম্বারের হাত দিয়ে গরীব অসহায় মানুষগুলোর কাছে বিতরণ করিয়ে থাকেন।
বিবৃতিতে তিনি সংবাদের নামে এমন জঘন্য গুজব সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে মিথ্যা গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুশিয়ারি দেন। পাশাপাশি এবিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হতে অনুরোধ করেন তিনি।