আরফান রানার সাথে ২০১৭ একটু করে মেসেঞ্জারে কথা হয়ে ছিল জানতাম না সেই আমার ফেইজবুক ফ্রেন্ড! ২/৩ দিন আগে তার অসুস্থ শরীরের একটা ছবি এখানে ভাইরাল হয়। কেউ একজন তাকে মেনশন করে পোস্ট করে ছিল সেখান থেকে আর আইডিতে প্রবেশ করে দেখি সে আমার বন্ধু তালিকায় আছে মেসেঞ্জারে প্রবেশ করে দেখলাম ২০১৭ সাথে একটু করে কথা হয়। জানতাম না সেই না ফেরার দেশে চলে যাবে এভাবে এক দিন আমিও না ফেরার দেশে চলে যাব। ফেইসবুক আইডি রয়ে যাবে নতুন কোন পোস্ট আর দিতে পারব না। টগবগ যুবক আরফান রানা অল্প বয়সে ইন্তেকাল করে আমাদের স্বরণ করিয়ে দিল মৃত্যু বলে আসে না। আল্লাহ আরফানকে জান্নাতুল ফেরদৌসের মালিক করুক – আমিন।