[মোঃ নাজিম উদ্দিন ]
কক্সবাজারে ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলন নিয়ে নানান অনিয়ম ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে মহেশখালী ও মাতাবাড়ির কয়লা বিদ্যুৎ এর জমির মালিকদের অভিযোগের কোন শেষ নেই।
এরই প্রেক্ষিতে হয়রানি ও অনিয়ম দুর করতে কঠোর হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বুধবার এলও শাখায় উপস্থিত হয়ে এমন ঘোষণা দেন।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, ভূমি অধিগ্রহণের ভুক্তভোগী সাধারণ মানুষের কথা শুনে যে কোন ধরনের সমস্যার সুস্থ ও দ্রুত সমাধান করতে এলও দেরকে কঠোর নির্দেশ দেন।
পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোন ধরনে কমিশন বানিজ্য অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা জানিয়ে- এসবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন ডিসি মোঃ কামাল হোসেন।
বুধবার প্রশাসনের কর্মরত ও সাধারণ মানুষের উপস্থিতে এসব নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসকের এমন কঠোরতার ফলে ভুক্তভোগীরা দ্রুত হয়রানি থেকে রেহাই পাবেন বলে আশা প্রকাশ করেন সাধারণ জনগণ।