র্যাবের অভিযানে পাওয়া গেছে ভল্ট। সেখানে শুধু টাকা আর টাকা। এটি কোনো ব্যাংকের ভল্ট না। আওয়ামী লীগের এক নেতার বাসার ভল্ট। বাসাটি ঢাকা মহানগরের গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের কর্মচারী আবুল কালাম আজাদের। মঙ্গলবার রাজধানীর নারিন্দার লালমোহন রোডের ৮৩/১ আবুল কালাম আজাদের বাসায় এ অভিযান চালানো হয়। ওই বাসাতে অভিযান চালাতে গিয়ে ভল্টের সন্ধান পেয়েছে র্যাব। ভল্টে এক হাজার টাকার অসংখ্য নোট। তবে টাকাগুলো এখনও গোনা সম্ভব হয়নি। টাকা ছাড়াও পাওয়া গেছে অস্ত্র। তার আগে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাসা থেকে নগদ ১ কোটি ৫ লাখ টাকা ও বিপুল পরিমান স্বর্ণ উদ্ধার করেছে র্যাব। এবার তারই কর্মচারী আবুল কালামের বাসায় পাওয়া গেছে বিপুল টাকা।