মানুষের ‘ভোটাধিকার’ আদায়ের লক্ষ্যে বুধবার রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। রাজধানীর ১২টি জায়গা থেকে যুগপৎভাবে একই ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টিসহ ৩৭টি রাজনৈতিক দল ও জোট।
অপরদিকে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে কয়েকটি সড়কে চেকপোস্ট বসিয়ে গণপরিবহণ, যাত্রী ও সন্দেহভাজনক পথচারীদের তল্লাশি করছে পুলিশ। মোবাইল ফোনও চেক করা হচ্ছে। এ সময় যাত্রী ও পথচারীদের কাছে জানতে চাওয়া হয় বিএনপির সমাবেশে যাচ্ছে কিনা। বিএনপির কোনো নেতার সঙ্গে কথা হয়েছে কিনা ও মোবাইলে বিএনপির কোনো ছবি আছে কিনা।
দীর্ঘ সময় ধরে পুলিশের তল্লাশির কারণে সড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চেকপোস্টের কারণে দেড় থেকে ২ ঘণ্টা পর্যন্ত যানজটে আটকে থাকতে হচ্ছে বলে জানান ভুক্তভোগী যাত্রী ও পথচারীরা।
বুধবার সরেজমিন দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীর প্রবেশমুখ সাভারের বলিয়ারপুর থেকে আমিনবাজার ব্যাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকাগামী লেনে পরিবহণগুলো যানজটে আটকে আছে। অপর লেন দিয়ে বিপরীত দিকের পরিবহণগুলো স্বাভাবিক গতিতে চলছে।
আমিনবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাভার মডেল থানা ও আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসের যাত্রী, সন্দেহভাজন পথচারীদের তল্লাশি করছেন। বিরক্ত হয়ে অনেক যাত্রীকেই হেঁটে আমিনবাজার এলাকা পার হতে দেখা গেছে।
গাবতলী, আমিনবাজারে দীর্ঘসময় ধরে পুলিশের তল্লাশির কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকালে মহাখালীর উদ্দেশে রওনা হয়ে বাস সাভারের আমিনবাজার এলাকায় পৌঁছলে পুলিশ বাসটি আটকে দেয়। সব যাত্রীকে বাস থেকে নেমে যেতে বলা হয়।
প্রিন্স পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী জানান, আমিনবাজার পুলিশের চেকপোস্টে ১ ঘণ্টা আটকে ছিলাম। দুপুর ২টায় আমাদের পরীক্ষা। কোনো উপায় না পেয়ে বাস থেকে নেমে হাঁটা শুরু করেছি।
এসব বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ট্রাফিক সপ্তাহ চলছে। এটি আমাদের নিয়মিত তল্লাশিরই অংশ। তবে সমাবেশকে ঘিরে রাজধানীতে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেজন্য তল্লাশিতে জোর দেওয়া হচ্ছে। তল্লাশিতে কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।