• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঈদগাঁও ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদন

মিজবাহ উদ্দীন / ৭৫ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঈদগাঁও ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১৫ সেপ্টেম্বর (জুমাবার) বিকালে ঈদগাঁও বাস-স্টেশনস্থ দলীয় কার্যালয়ে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় অনুষ্টানের প্রধান বক্তা ঈদগাঁও উপজেলা কৃষকদলের আহবায়ক এডভোকেট মিজানুর রহমান ভুট্টো ও বিশেষ অতিথি ঈদগাঁও উপজেলা কৃষকদলের সদস্য সচিব ওমর ফারুক ভুট্টো এ কমিটি অনুমোদন দেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের মুন্না, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান প্রমুখ।
জানাযায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে জাতীয়তাবাদী কৃষকদল ঈদগাঁও উপজেলা শাখার আওতাধীন ইউনিয়ন সমূহের কমিটি পূনরায় ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তার অংশ হিসাবে ঈদগাও ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে আনোয়ার হোসাইনকে আহবায়ক ও মোহাম্মদ এনামুল হককে সদস্য সচিব নির্বাচিত করা হয়। তাছাড়াও ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে মোহাম্মদ নুরুল হুদাকে সিনিয়র যুগ্ম আহবায়ক, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ মনির, মোহাম্মদ জয়নাল আবদীন, মোহাম্মদ আবুল কাশেম, শফি আলম, মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ মুবারককে যুগ্ম আহবায়ক করা হয়। আরো ২০ জনকে সদস্য হিসাবে মনোনিত করা হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ