• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

রামুতে সমাজসেবার উ্যদোগে ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল / ৫০ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪

উপজেলা পর্য়ায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীল আনয়ন জোরদার শীর্ষক প্রশিক্ষণ ২০২৩-২৪ রামু উপজেলা পরিষদ মিলনায়তনে রামু উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব এর সভাপতিত্বে ১০শে জুন সকাল ১০ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু থানা অফিসার ইনচার্জ ওসি আবু তাহের দেওয়ান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাংবাদিক,জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার বলেন, সমাজসেবার মাধ্যমে জনগণ বিভিন্ন সেবা পাচ্ছেন পাশাপাশি সমাজসেবা অফিস থেকে ক্ষুদ্রঋণ নিয়ে নিজেদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। সরকারের মহতি উদ্যোগে অবহেলিত মানুষ আজ নিজেদের পায়ের উপর বর করে দাড়িয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ