কক্সবাজার জেলা রামু উপজেলায় ঘুমন্ত অবস্থায় দম্পতিকে জবাই করা হত্যা করে। ১৯ জুন বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাতের আঁধারে ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড উপরের খিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন – ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ধারণা করা হচ্ছে রাত ২-৩টার দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে। মেয়ের পরিবার কয়েক যুগ আগে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী।
তিনি আরও জানান, এই ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।