মহেশখালীর কুতুবজোমে পুকুরে থেকে রাফসান নামের মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার কুতুবজোম পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাফসান স্থানীয় দুবাই প্রবাসী আবু বক্করের ছেলে ও
কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী। রাফসানের মৃত্যুর বিষয়টি তাঁর পরিবার সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানায়, পুকুরে ভাসমান অবস্থায় রাফসানকে দেখতে পায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
রাফসানের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।