কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও মাইমুনা আক্তার (২০)। তারা দুজন স্বামী-স্ত্রী।
মৃত্যু হওয়া আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার স্ত্রী মাইমুনা ৫ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান তার স্বজনেরা।
শুক্রবার (২১ জুন) ভোর রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার পৌরসভা ৯ নং ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন।
মৃতের স্বজনদের বরাতে হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। ভোর রাত ৩ টার দিকে মুষলধারে ভারী বৃষ্টিপাত হয়। রাতে খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন।
“ এক পর্যায়ে রাত সাড়ে ৩ টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির উপর বড় এক খন্ড মাটি পড়ে। এতে স্বামী-স্ত্রী দুইজনই মাটি চাপা পড়ে মারা যায়। “
স্থানীয় পৌর কাউন্সিলর বলেন, ঘটনার পর মায়ের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটি চাপা অবস্থায় দুইজনকে উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান হেলাল উদ্দিন।