• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

ঈদগাঁওতে সমন্বয় সভায় নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

রেজাউল করিম / ১৫৮ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বুধবার ২৬ জুন অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের অস্থায়ী সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, ঈদগাঁও সভাটির আয়োজন করে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তালেব, ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাউসার জাহান সহ আওতাধীন পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও, সুবল চাকমা। উপজেলা নির্বাচনের পর এটি ছিল প্রথম সমন্বয় সভা। এত উপজেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোকপাত হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ