• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

পেকুয়ার পূর্ব মেহেরনামা এলাকায় হামলা ও গাছ পালা কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

শহিদুল ইসলাম ইমরান / ১২৫ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

পেকুয়ার পূর্বমেহেরনামা এলাকায় সরকার পতরেন সুযোগ কাজে লাগিয়ে উৎপেতে থাকা কিছু দুর্বত্তের হামলার শিকার হচ্ছে সাধারণজনগন। পূর্ব মেহেরনামার রাবার ড্রামের সংলগ্ন এলাকার নাজিম উদ্দিন বাবুর উপর হামলা চালায় এসময় জমি দখল ,হামলা ও গাছপালা কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে আজ সকাল আনুমাকির ১১:৩০ টার সময়।

অভিযোগকারী সূত্রে জানা যায় হামলাটি চালায় মেহেরনামার চিহ্নিত সন্ত্রাসী মৌলভী শফিউল্লাহর ছেলে আহসান উল্লাহ( পেকুয়া সেচ্ছাসেবক দলের সভাপতি), ফজল আহমেদের ছেলে রিয়াজ উদ্দিন, মোজাম্মেলের ছেলে খোকন, আব্দু ছবুরের ছেলে সওকত, নুর মোহাম্মদ এর ছেলে সায়েদ, মৃত আব্দুল জলিলে ছেল ড্রাইভার নুরুল হুদা, নুরুজ্জামানের ছেলে আমান উল্লাহর, মোজ্জামেলে ছেলে রিংকু, ইসলামের ছেলে ড্রাইভার মনির, আজিজুল হকের ছেলে মোজাফফর, আলী আহমদের ছেলে জাগির আহমদ সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন।

ভোক্তভোগি নাজিম উদ্দিন বাবু জানান দীর্ঘদিন ধরে তার জমিটি দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে আজ ১১টায় আমার উপর হামলা চালায় এবং আমার গাছপালা কেটে নিয়ে যায়। আমি পেকুয়ায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করছি।
মামুনুর রশিদ জানান রাবার ড্রামের পাশে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলা আজ হঠাৎ করে এলাকার কিছু সন্ত্রাসী এসে আমাদের উপর হামলা চালায় এবং আমাদের গাছপালা কেটে নিয়ে যায়।


আরো বিভন্ন বিভাগের নিউজ