• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

ঢাকা কলেজে ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ / ৫৯ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

ঢাকা কলেজের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হকিস্টিক, লাঠিসোঁটা ও হেলমেট উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে তল্লাশী চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা।

তল্লাশীর সময় প্রায় প্রতিটি রুমেই ছুরি, চাপাতি, রামদা, হকিস্টিক, লাঠিসোঁটা ও হেলমেট পাওয়া যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা বলেন, তল্লাশীর সময় কয়েকটি রুম খোলা পাওয়া যায়। ওই রুমগুলো থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব অস্ত্র দিয়েই সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালাতো বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

একজন শিক্ষার্থী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র এমন হতে পারে না। অস্ত্রগুলো দেখে মনে হচ্ছে এটি কোনো সন্ত্রাসী আস্তানা।

এদিকে, শিক্ষার্থীদের তল্লাশী, এবং দেশীয় অস্ত্র পাওয়ার বিষয়ে হল সুপারদের বক্তব্য নিতে চাইলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।


আরো বিভন্ন বিভাগের নিউজ