• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

পুকুরে গোসল করতে নেমে এক কিশোরের মৃ’ত্যু

বিশেষ প্রতিবেদক / ৮১ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় পুকুরে ডুবে আয়াস উদ্দিন জাদরান (১৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলার পর ঈদগাহ জাগিরপাড়া এলাকার বাইতুশ শরফ জামে মসজিদের পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান,
“ফুটবল খেলা শেষে আয়াস উদ্দিন জাদরান ও তার দুই সহপাঠী মিলে পুকুরে গোসল করতে নামে। ডুব দেয়ার পর দুইজন উঠে আসলেও আয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ৫-৭ মিনিট খোঁজাখুঁজির পর তার নিথর দেহ পুকুরে ভেসে উঠতে দেখা যায়।”

মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আয়াস উদ্দিন জাদরান ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ