দেশের প্রাচীনতম পত্রিকা “দৈনিক সংগ্রাম” এর ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো: মিছবাহ উদ্দিন।
শনিবার তাকে নিয়োগ ও পরিচয়পত্র হস্তান্তর করেন পত্রিকা কর্তৃপক্ষ। মো: মিছবাহ উদ্দিন দীর্ঘদিন যাবত কক্সবাজারের বহুল প্রচারিত পত্রিকা ” দৈনিক আজকের কক্সবাজার বার্তা, দৈনিক আজকের দেশবিদেশসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সুনামের সহীত দায়ীত্ব পালন করে আসছেন।সাংবাদিকতার পাশাপাশি তিনি একাধারে সাবেক ছাত্রনেতা, সমাজকর্মী ও সংগঠক হিসেবে সুনাম অর্জনে সক্ষম হয়েছেন।
তিনি বর্তমানে উপজেলার আলোচিত সাংবাদিক সংগঠন ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করছেন।
এদিকে প্রতিভাবান এ গণমাধ্যমকর্মী মিছবাহ উদ্দিনকে “দৈনিক সংগ্রাম”র মত গুরুত্বপূর্ণ গণমাধ্যমে উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় পত্রিকা কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ নেতৃবৃন্দ। সেই সাথে তিনি এ দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।