• মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

কক্সবাজার আসছেন জাতিসংঘের মহাসচিব

ডেস্ক নিউজ / ৩২ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

কক্সবাজার আসছেন জাতিসংঘের মহাসচিব ১৪ মার্চ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ৬ ঘন্টা ব্যস্ত সময় কাটাবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ঢাকা তেজগাঁও থেকে বিমান বাহিনীর হেলিকাপ্টার চড়ে সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অবতরণ করবেন।

তাকে স্বাগত জানাবেন কক্সবাজাস্থ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

পৌনে ৬ টায় পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, রোহিঙ্গা কমিউনিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাত এবং ক্যাম্পে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আইএনজিও কর্মকর্তাদের সাথে মির্টিং করবেন তিনি।

সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন জাতিসংঘের মহাসচিব।
সন্ধ্যায় রোহিঙ্গা কমিউনিটির সাথে ইফতারে যোগ দেবেন। সন্ধ্যায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সম্পাদনায়-আর,কে


আরো বিভন্ন বিভাগের নিউজ