• শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

খুরুশকুলে আল্লাহওলা হ্যাচারি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচালক আটক

ডেস্ক নিউজ / ১১৮ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় আল্লাহওলা হ্যাচারি নামের একটি মাছের ঘের থেকে আলি আকবর (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলি আকবর ওই হ্যাচারিতে মাছ ধরতে গিয়ে ধরা পড়েন। হ্যাচারির নৈশপ্রহরীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়। অভিযোগ রয়েছে, আকবর দা দিয়ে প্রহরীর ওপর হামলা করেন। আত্মরক্ষার্থে প্রহরী লাঠি দিয়ে আঘাত করলে আকবর গুরুতর আহত হয়ে মারা যান।
স্থানীয়রা বলছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দাবি করেন, আকবরকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে মারা হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হ্যাচারিতে হামলা চালায়, ভাঙচুর করে এবং হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পুলিশ হ্যাচারি মালিক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। তবে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ