• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

কালারমারছড়ার আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী নুরুনাহার বেগমের জানাযার নামাজ সম্পন্নঃ বিভিন্ন মহলের শোক

নিউজ রুম / ২২৫ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

এ.এম হোবাইব সজীব,মহেশখালীঃ

মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মোঃ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা তৎকালীন জমিদার মরহুম খাইরুল্লাহ মাতাব্বরের পুত্র মৃত আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী মরহুম নুরু নাহার বেগম নানা রোগে আক্রান্ত হয়ে ১৯ জানুয়ারী রবিবার রাত ১ টার সময় চট্টগ্রামের অক্সিজেন ছোট ছেলে মোঃ মাশেকুল ইসলামের বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলায়হি রাজিওন) মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল (৫০)। মরহুমের মৃত্যুদেহ চট্টগ্রাম থেকে নিজ এলাকা মহেশখালীর কালারমারছড়া নিয়ে গেলে শোকাহত মানুষ তাহাকে এক নজরে দেখতে ছু্টে যান। তখন চারদিকে সৃষ্টি হয় এক আবেকঘনময় পরিবেশে। তাঁহার অকাল মৃত্যুতে ছেলে-মেয়ে আত্মীয় স্বজনা নিজেরা অঁঝোরে কাঁদলেন অপরকে কাঁদালেন।

মরহুমের বড় ছেলে আরিফুল ইসলাম ও মেঝ ছেলে তারেকুল ইসলাম কাতর কন্ঠে বলেন, (২০ জানুয়ারী) সোমবার সকাল ১০ ঘটিকার সময় কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাহার “মা” মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ শেষে নুরু নাহার বেগমকে স্বামী মৃত আবু বক্কর ছিদ্দিকের খবরের পাশে স্থানীয় মনগাজী মসজিদের কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মৃত্যকালে তিনি মহেশখালীর বৃহত্তর সুপরিচিত বিশাল খসরো (ঘোষ্টিসহ) অসংখ্যা গুনগাহী রেখে গেছেন।

তাহার জানাযার নামাজে রাজনৈতিকবিদ, সাংবাদিক, শিক্ষক- ছাত্র, ব্যবসায়ীসহ সব পেশার শোকাহত মানুষ অংশ গ্রহন করেন।

নুুরুনাহার বেগমের অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠনসহ সাবেক ও বতর্মান মহেশখালীর অসংখ্যা জনপ্রতিনিধি শোক সন্তপ্ত পরিবার বর্গ প্রতি পৃথক শোক বার্তা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ