• সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন

তিন নারীর পেটে মিলল সাড়ে নয় লাখ টাকার ইয়াবা

বার্তা কক্ষ / ২১০ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০১৯

মোহাম্মদ আমিন টেকনাফ:কক্সবাজারের টেকনাফে মঙ্গলবার দুপুরে তিন নারীর পেটে মোড়ানো অবস্থায় তিন হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডারর গার্ড (বিজিবি)।

আটককৃত নারীরা হলেন- হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার জাফর আহম্মদের স্ত্রী নূর হাওয়া, মো. ছিদ্দিকের স্ত্রী জরিনা খাতুন ও উত্তর আলীখালী এলাকার জুবাইর হোসনের স্ত্রী সেতারা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, সোমবার রাতে হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মো. শাদেক আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চেকপোস্টে যানবাহন তল্লাশি চালায়। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাস তল্লাশি চালিয়ে কয়েকজন যাত্রীকে সন্দেহ হয়। এসময় ওই তিন নারীর পেটে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ ৪৫ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর থানায় হস্তান্তর করা হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ