• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

সাংবাদিক দের সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন কুতুবদিয়ার ওসি, কৃতজ্ঞ সাংবাদিক মহল | সি কক্স নিউজ

নিউজ রুম / ১৭ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৬ মে, ২০২০

কাইছার সিকদার:

বিশ্ব মহামারী কোভিড-১৯ বা করোনা তৃতীয় বিশ্বের মানুষ গুলোর কাছে মূর্তিমান আতঙ্কের এক নাম৷ আজ বিশ্ব এগিয়ে গেছে অনেক দুর, মানুষের কল্পনাকে ও ছাড়িয়ে গেছে এই অগ্র যাত্রা৷ একে একে জয় করেছে মহাসাগরের অদ্ভুত অন্ধকার তলদেশ থেকে শুরু করে সূ উচ্চ হিমালয়ের চুড়া হয়ে মহাকাশ পথে পাড়ি দিয়ে পৌছে গেছে স্বপ্নের অজানা গ্রহ নক্ষত্রে৷ আজকের গতিময় বিশ্ব বলে গৌরবে বুক ভরে মানব সভ্যতা৷ কিন্তু হঠাৎ যেন টান পড়ে দ্রুত বেগে ছুটে চলা মানব সভ্যতার লাগামে, কারণ হিসেবে দায়ি এক কোষী অনুজীব – করোনা ভাইরাস৷

নিস্তব্ধ পৃথিবী, অবরুদ্ধ পুরো মানবজাতী, কারণে অকারণে গর্জে উঠে যাদের ট্যাঙ্গার গুলি, বিদ্যুৎ গতির বোমারু বিমানের বোমার ঝলকানি, মহাসাগরের বুক চিড়ে ছুটে চলা সারি সারি যুদ্ধ জাহাজ কেউ কি আসলে নিরাপদে আছে? সমৃদ্ধশালী থেকে শুরু করে সম্রাজ্যবাদী কেউ রেহাই পায়নি তিন বর্ণের এই প্রাণঘাতী করোনার ছোবল থেকে৷ তবে আজো আমরা বেঁচে আছি এই অদৃশ্য শত্রু নভেল করোনার সাথে মোকাবিলা করে৷ নিজেকে নিরাপদে রাখার যুদ্ধে, অন্যকে বাঁচিয়ে রাখার যুদ্ধ৷

অন্যদের নিরাপদে রাখার জন্য সম্মুখ ভাগের বীর সেনানী হিসেবে মাটে আছে আমাদের দেশের সবাই, চিকিৎসা ক্ষেত্রে (ডাক্তার, নার্স) সহ হাসপাতাল সংশ্লিষ্ট ব্যাক্তি বর্গ, প্রশাসনিক দায়িত্বে রত ব্যক্তি বর্গ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (র‌্যার, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহী, আনসার সদস্য) এবং সাংবাদিকগণও এদের সবাই নিজের জীবনকে উৎসর্গ করে মাঠে ময়দানে অলিতে গলিতে ঘুরে গুরুত্বপূর্ণ সব খবর সংগ্রহ করে ঘরে বদ্ধ মানুষের কাছে খবর পৌছে দেওয়ার মহাণ দায়ীত্ব নিয়ে মাঠে আছে কলম সৈনিকেরা৷ নেই কোন সুরক্ষা সামগ্রী, প্রতিটা মূহুর্তে রয়েছে জীবন সংহারের ভয়, এই ভয়কে জয় করে অতন্দ্র প্রহরীর ন্যায় সার্বক্ষণিক মাঠে রয়েছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা৷

কুতুবদিয়া দ্বীপের সাংবাদিকেরা ও নিরন্তর ছুটে চলেছেন নিরলস ভাবে, তাদেরও কোন সুরক্ষা ব্যবস্থা ছিল না তবুও থেমে নেই৷ করোনার ভয়কে পেছনে ফেলে তাঁরা আজো রয়েছেন মাঠে৷ কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব – দিদারুল ফেরদৌস কলম যোদ্ধাদের জীবনের সুরক্ষার কথা চিন্তা করে তাঁদের জন্য সুরক্ষা সামগ্রী বরাদ্ধ দিয়েছেন৷

গতকাল ৫মে ২০২০ইং মঙ্গলবার কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-দিদারুল ফেরদৌস থানার অফিস কক্ষে কুতুবদিয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, প্রবীণ সাংবাদিক এস কে লিটন কুতুবীর হাতে অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন৷

এ ব্যাপারে ওসি দিদারুল ফেরদৌস জানান, আমরা দ্বীপ বাসির নিরাপত্তার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি, পাশাপাশি সাংবাদিক ভাইয়েরা ও নিরন্তর মাঠে রয়েছেন৷ দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনের সুরক্ষার কথা ভাবার সময় হয় না, কিন্তু মাঝে মধ্যে অনুধাবন করি এই পরিস্থিতে সুরক্ষা আসলেই কত টুকু প্রয়োজন৷ এই চিন্তা মাথায় রেখেই সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী প্রদানের পরিকল্পনা করেছি৷ আজ প্রাথমিক ভাবে সল্প সংখ্যক সুরক্ষা সামগ্রী প্রেস ক্লাব সভাপতির হাতে তুলে দিয়েছি৷ সাংবাদিকরা জাতীর বিবেক, তাঁদের সুরক্ষার এই সামগ্রী দিতে পেরে সত্যিই আমি আনন্দিত৷ ধারাবাহিক ভাবে সব সাংবাদিকদের জন্য সুরক্ষা সামগ্রী ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি আশ্বাস দেন৷

কুতুবদিয়া প্রেস ক্লাব সভাপতি এস কে লিটন কুতুবী বলেন, কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস সুরক্ষা সামগ্রীর প্যাকেজ (পিপিই, মাস্ক, গ্লাভস, ক্যাপ) বিতরণ করেন।

তিনি আরও বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বীপ উপজেলায় প্রচার প্রচারনায় অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে যাচ্ছে সংবাদকর্মীরা। তাঁদের নেই কোন ঝুঁকি ভাতা, নেই কোন প্রনোদনা, তার পরও জাতির মঙ্গলে কাজ করে যাচ্ছে দিনরাত। এ ঝুঁকিতে অনেক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় কুতুবদিয়া উপজেলায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধির পাশাপাশি সংবাদকর্মীরা গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ পর্যন্ত সংবাদকর্মীদের নিরাপত্তার কথা কেউ চিন্থা করেনি। পেশাগত দায়িত্ব পালনে কর্মক্ষেত্রে ঝুঁকি কমাতে এবং নিরাপত্তার জন্য কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস নিজ উদ্দ্যোগে আজ ৫মে মঙ্গলবার কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে পিপিই, মাস্ক, গ্লাভস, ক্যাপ বিতরণ করেন। আমি কুতুবদিয়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, সকল সাংবাদিকদের পক্ষ থেকে ওসি দিদারুল ফেরদৌসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি৷

সাংবাদিক মহল থেকে শুরু করে সচেতন মহল এই দায়িত্ববোধ আচরণের প্রশংসা করেন৷


আরো বিভন্ন বিভাগের নিউজ