কাইছার সিকদার:
কক্সবাজারের কতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজীম উদ্দীন সিকদার পাড়ায় জায়গা জমির বিরোধের জের নিয়ে ২ পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে৷
গত ১২ই মে ২০২০ইং মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে বলে সুত্রে জানা যায়৷
আহত ব্যক্তিরা হচ্ছেন উত্তর ধুরুং আজীম উদ্দীন সিকদার পাড়ার এক পক্ষে ১৷ মোঃ জাহাঙ্গীর আলম(৪০) পিতাঃ আবুল হোসেন এবং অন্য পক্ষে একই এলাকার ২৷ শাহাব উদ্দিন (২২) পিতাঃ সাবের আহমদ, ৩৷ হোসেন আলী(৩৪) পিতাঃ ছৈয়দ উল্লাহ৷
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিতৎসক জনাব-মামুনুল ইসলাম জানান উক্ত ঘটনায় আহত ৩জনই চিকিৎসা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন৷ হোসেন আলী(৩৪) মাথায় আঘাত প্রাপ্ত হন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তিনি বাড়ি ফিরে যান, অপর ২জন জাহাঙ্গীর আলম(৪০) ও শাহাব উদ্দিন(২২) মাথায় ও হাতে আঘাত প্রাপ্ত হন৷ উভয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে তিনি নিশ্চত করেন৷ প্রাথমিক ভাবে ডাক্তার মামুন রোগীর ক্ষত চিহ্ন দেখে সকলকেই ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেন৷
স্থানীয় ইউপি সদস্য হালিম উদ্দীন সংঘটিত ঘটনার ব্যাপারে অবগত হয়েছেন এবং সংঘর্ষের বিষয়টি তিনি নিশ্চত করেন৷
হালিম উদ্দীন মেম্বার ও স্থানীয় ওয়ার্ড় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের বরাত দিয়ে – গত ১২ই মে মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাত ঘটিকা নাগাদ স্থানীয় আজিম উদ্দিন সিকদার পাড়ায় একটি জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত হয়৷ যে জায়গা নিয়ে বিরোধের উৎপত্তি হয় তা হোসেন আলী(৩৪) মৃত উমর ফারুক চৌধুরীর ওয়ারিশ আজিজুল হক ডায়মন্ড(৩৭) নামে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন বিগত ৬/৭বছর আগে, তখন থেকে ক্রয় সুত্রে মালিকানায় উক্ত জায়গা হোসেন আলী ভোগ দখল করে আসতেছেন৷
একই এলাকার বাসিন্দা অধ্যাপক মোরশেদ ঐ জমির মালিকানা দাবি করলে উভয়ের মধ্যে মূলত তখন থেকে বিরোধের সৃষ্টি হয় এবং ঘটনা আদালত পর্যন্ত গড়ায় বলে সূত্রে জানা যায়৷ ইতি পূর্বে ও বহুবার একই জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে ছোটখাট সংঘর্ষের ঘটনা ঘটে, সর্বশেষ ১২ই মে সন্ধ্যায় ঐ জমি থেকে অধ্যাপক মোরশেদ এর পক্ষ থেকে মাটি কাটার জন্য লোক নিয়োগ করা হয়, শাহরিয়ার আইয়ুব সিকদার(৩৬) তার নিজের প্রয়োজনের জন্য লোকজন নিয়ে জায়গাটিতে মাটি কাটার জন্য উপস্থিত হন এবং মাটি কাটা আরম্ভ করলে জায়গার ক্রয় সুত্রে মালিক হোসেন আলী(৩৪) তাতে বাঁধা প্রদান করেন ফলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি আরম্ভ হয়ে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত গড়ায়, ঘটনা চলাকালিন উভয় পক্ষে থেকে অন্যান্য একাধিক লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঘটনায় যোগ দিলে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়, দুই পক্ষের মারামারিতে উভয় পক্ষের লোক হতাহত হয়৷ সংঘর্ষের শেষে এলাকা বাসি ঘটনা স্থল থেকে শাহরিয়ার আইয়ুব সিকদারের বড় ভাই জাহাঙ্গীর আলম(৪০) এবং হোসেন আলী(৩৪) ও শাহাব উদ্দিন(২২) কে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন৷
সংঘর্ষে শাহরিয়ার আইয়ুব সিকদার নিজে ও আহত হয়েছেন বলে তিনি দাবি করেন৷
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দিদারুল ফেরদৌস জানান, সংঘর্ষের ঘটনা তিনি মোবাইল ফোনের মাধ্যমে অবগত হয়েছেন এবং সাথে সাথে ব্যাপক খোঁজখবর নেওয়ার জন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করেছেন তবে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ তাঁর কাছে আসেনি৷ লিখিত ও সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেবেন বলে তিনি আশ্বাস দেন৷
প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে উভয় পক্ষ সুত্রে জানা যায়৷
Channel Cox New.