• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

কক্সবাজারের ঐতিহ্যবাহী বদরমোকাম মসজিদে জীবাণু নাশক disinfection tunnel স্থাপন | সি কক্সনিউজ

নিউজ রুম / ১২ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদরমোকাম জামে মসজিদে জীবাণু নাশক Disinfection Tunnel স্থাপন করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ যোহর নামাজের পূর্বে এই Disinfection Tunnel বসানো হয়। কক্সবাজারে এই প্রথম কোন মসজিদে অত্যাধুনিক এই মেশিন স্থাপন করা হলো।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদ জানান, করোনা পরিস্থিতিতে মানুষের ঝুঁকির কথা বিবেচনা করে Disinfection Tunnel বা জীবাণুনাশক মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কমিটি। এটি আরও একমাস আগে বাসানোর পরিকল্পনা ছিল।

গনপরিবহন চলাচল বন্ধ থাকায় এটি স্থাপনে একটু বিলম্ব হয়েছে। মহান আল্লাহতালার কাছে শোকরিয়া, আমরা জীবাণু নাশক মেশিনটি বসাতে পেরেছি। এতে মুসল্লিরা ঝুঁকিমুক্ত পরিবেশে নামাজ আদায় করতে পারবেন।

Channel Cox New.


আরো বিভন্ন বিভাগের নিউজ