• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

বাংলা‌দেশ ছাত্র সমা‌জের কে‌ন্দ্রীয় আহবায়ক ক‌মি‌টি অনুম‌দিত

চ্যানেল কক্স ডেস্ক / ২৪ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

বাংলা‌দেশ জাতীয় পা‌র্টি বি‌জে‌পি র ছাত্র সংগঠন বাংলা‌দেশ জাতীয় ছাত্র সমা‌জের ২১ সদস্যের ‌কে‌ন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়‌া হ‌য়ে‌ছে। এতে মোঃ সাইফুল ইসলাম‌কে আহবায়ক, ‌মোঃ আবদাল হো‌সাইন সহ ৫ জন‌কে সিনিঃ যুগ্ম আহবায়ক, মোঃ নিয়াজ মো‌র্শেদ সহ ৭ জন‌কে যুগ্ম আহবায় এবং হাসিব খান রা‌ফি‌কে সদস্য সচিব করা হয়েছে, এত আ‌রো ৭ জন‌কে সম্মা‌নিত সদস‌্য হি‌সে‌বে রাখা হ‌য়ে‌ছে।

২৯ শে ডি‌সেম্বর বোধবার এই কমিটির অনুমোদন দেন বি‌জে‌পির চেয়ারম‌্যান ব‌্যরিস্টার আন্দা‌লিব রহমান পার্থ।

গত নির্বাচ‌নের পর থে‌কে ২০ দলীয় ঐক‌্যজোট থে‌কে বের হ‌য়ে, ভোলা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুরের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ায় দল বাংলা‌দেশ জাতীয় পার্টি বিজে‌পির বর্তমান চেয়‌ারম‌্যান ব‌্যরিস্টার আন্দা‌লিব রহমান পার্থ এককভা‌বে দল গুছা‌নো শুরু ক‌রেন, তারই ধারাবাহীকতা বজায় রাখ‌তে প্রায় তিন বছর পর ২০২১ সা‌লের শে‌ষের দি‌কে এ‌সে প্রথ‌মে ছাত্র সমা‌জের আহবায়ক ক‌মি‌টি প‌রে ক্রমান্বয়ে অনান‌্য অঙ্গ সংগঠন ও সহ‌যো‌গি সংগঠ‌ন এবং মূল দল বি‌জে‌পির ক‌মি‌টি অনু‌মোদন দেওয়‌া হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দলটির চেয়‌ারম‌্যান ব‌্যরিস্টার আন্দা‌লিব রহমান পার্থ, তি‌নি আ‌রো জানান অ‌নেক আ‌গে দ‌লের সব সংগঠ‌নের ক‌মি‌টি অনু‌মোদন দেওয়ার কথা থাক‌লেও গত দুই বছর সারা বি‌শ্বে ক‌রোনা মহামারীর কার‌নে লকডাউন থাকায় তা সম্ভব হয়‌নি, ইনশাল্ল‌াহ আগামী নতুন বছ‌র ২০২২ সা‌লের মার্চের মধ্যে মূল দল বি‌জে‌পি সহ সব অঙ্গ সংগঠন ও সহ‌যো‌গি সংগঠ‌নের ক‌মি‌টি অনু‌মোদন দেওয়া হ‌বে‌।

আগামীর সুষ্ঠ ও সুন্দর গনতা‌ন্ত্রি‌ক রাষ্ট প্রতিষ্ঠ‌ার ল‌ক্ষে তরুন ছাত্রদের রাজনী‌তি‌তে আস‌তে হ‌বে, তাদের জন‌্য সে প্লাটফর্ম তৈরী কর‌তে হ‌বে। সবার মু‌খে মু‌খে একটা স্লোগা‌ন থাক‌তে হ‌বে আসুন একসা‌থে দেশ গ‌ড়ি।


আরো বিভন্ন বিভাগের নিউজ