• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

পেকুয়ায় দুই সহোদরকে কুপিয়ে হত্যা চেষ্টা

পেকুয়া প্রতিনিধি / ১০৭ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় দুই সহোদরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একদল সন্ত্রাসী।

২৮ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে উপজেলার টইটং ইউপির ধনিয়াকাটা আবদুল্লাহ পাড়া এলাকার এ ঘটনা ঘটে।

হামলার গুরুতর আহত মোঃ রাশেল (২৮) ও আবু তৈয়ব (২২) একই এলাকার নুরুচ্ছফা’র ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্বার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মোঃ রাশেলের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ ঘটনায় আহত আবু তৈয়ব বাদী হয়ে একই এলাকার বাদশা মিয়া ছেলে জসিম উদ্দিন,জিল্লুর করিম,তৌহিদুল ইসলাম সহ অজ্ঞান ২/৩ জনকে বিবাদী করে পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত আবু তৈয়ব বলেন, আমরা দুই ভাই পেকুয়া বাজারের ব্যবসায়ী। বিবাদীরা প্রায় সময় তাদের দোকানে নানা ধরণের মাদকদ্রব্য বিক্রি করে তা বারণ করলে বাকবিতন্ডা শুরু হয়। এ ঘটনার জের ধরে আমি ও আমার বড় ভাইকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে দোকানের মাল ক্রয়ের ৩ লক্ষ ৫০ হাজার টাকা সহ স্মার্ট ফোনে ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার জানান বিষয়টি জানি না তবে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ