• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

এবার সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

চ্যানেল কক্স ডেস্ক / ৪৪ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২ মে, ২০২২

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

সোমবার (২ মে) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তার বাসার আঙ্গিনায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

ঈদের নামাজের ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)। তিনি বলেন, ‘২০০৬ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে আমরা ঈদ উদযাপন করছি।’


আরো বিভন্ন বিভাগের নিউজ