চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে রাহুল আহমেদ (১১) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল আহমেদ একই গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে জিকে ক্যানেলে গাছ কাটা দেখতে যায় রাহুল। এসময় একটি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে স্থানীয় এক ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।