• সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

একাধিক বিয়ে পুরুষকে সুস্থ সফল ও দীর্ঘায়ু করে

চ্যানেল কক্স ডেস্ক / ৩৭ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৮ মে, ২০২২

যেসব পুরুষ একের অধিক বিয়ে করেন তারা অধিক আত্নবিশ্বাসী সফল ও সুখি হয়ে থাকেন। অন্যদের তুলনায় তারা ১২% বেশি দীর্ঘায়ু লাভ করেন। ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক এ সিদ্ধান্তে পৌছেছেন, যে সব পুরুষ একাধিক বিয়ে করে তারা তাদের স্বপ্ন পূরণে অধিক সফল হয়। এ খবর দিয়েছে রয়টার্স।

সংসার ও সন্তান সমৃদ্ধ হওয়ায় বার্ধক্যে তারা তুলনামূলক সুস্থ ও আনন্দ উপভোগ করেন। প্রথম বিয়ের পর যত অপূর্ণতা ও ব্যর্থতার অনুভুতি আসে পরবর্তী বিয়েতে সেসব দূর হয়ে যায়। জীবনে উৎসাহ উদ্দিপনা, নতুন উদ্যেগে মনোযোগ, বড় বড় প্রকল্প বাস্তবায়ন ও ভরপুর জীবনযাপনে পুরুষকে উজ্জিবিত করে পরবর্তী বিয়ে। জীবনেক পরিপূর্ন কাজে লাগাতে পছন্দের নারীকে বিয়ে করার গুরুত্ব অনেক। আর তা এক বিয়েতে যার না হয়েছে তার জন্য একাধিক বিয়ের বিকল্প নেই। এক কথায় পুরুষের সফলতায় একাধিক বিয়ের গুরুত্ব অনস্বীকার্য।

একই প্রতিবেদনে গবেষকদের বরাত দিয়ে বলা হয়, বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য পর্যালোচনা করে তারা এ সিদ্ধান্তে পৌছেছেন। যেসব দেশে বহুবিবাহ অনুমোদিত সেসব দেশের বাস্তবতা বিশ্লষন করে বিশ্বস্বাস্থ্য সংস্থ্য এসব তথ্য সংগ্রহ করে।


আরো বিভন্ন বিভাগের নিউজ