• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

‘ইউক্রেন যুদ্ধের বিরোধী ইরান’

ডেস্ক নিউজ / ৪১ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

তেহরান ইউক্রেন যুদ্ধের ‘বিরোধী’ এবং তারা এ সংঘাতের একটি রাজনৈতিক সমাধান আশা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে রোববার তেহরানে তিনি একথা বলেন। খবর এএফপি’র।

পোল্যান্ডের শীর্ষ কূটনীতি জবিগনিউ রাউ-এর সাথে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘আমরা ইউক্রেন যুদ্ধের বিরোধী। একইভাবে ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক বা বিশ্বের যেকোনো অংশে যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান।
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, ইউক্রেন যুদ্ধের সমাধান হচ্ছে রাজনৈতিক আর এ সংঘাতের সমাধান অবশ্যই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক আলোচনার মাধ্যমে করতে হবে।’

ইরান কর্তৃপক্ষের আমন্ত্রণে তেহরান সফরের পর রাউ শনিবার বিকেলে ইউক্রেন সফর শুরু করেন। ২০১৪ সালের পর এ ধরনের সফর এটিই প্রথম।

পোল্যান্ড ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে এবং ইরান রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা জানানো থেকে বিরত রয়েছে।

সূত্র : বাসস


আরো বিভন্ন বিভাগের নিউজ