• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ১৮ লাখ টাকা দিল আইডিএলসি

ডেস্ক নিউজ / ২২ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ২০২২ সালের মোট সিএসআর বাজেটের পাঁচ শতাংশের সমপরিমাণ অর্থ দিল আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আইডিএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিএলসি গত ১ জুন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ১৮ লাখ টাকার সমপরিমাণ চেক হস্তান্তর করে।

আইডিএলসি’র সিইও অ্যান্ড এমডি এম জামাল উদ্দিন বলেন, ‘দেশের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ প্রদানের লক্ষ্যে আইডিএলসি সবসময়ই অত্যন্ত সক্রিয়। এই সময়োপযোগী উদ্যোগের জন্য আমি বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দেশের বঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার সহায়তায় যে অবদান রেখে চলেছে, আমরা তার অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত। ’
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড দেশের বৃহত্তম নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। দেশের অন্যতম প্রতিষ্ঠিত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড কর্পোরেট লোন, এসএমই লোন, রিটেল লোন এবং ডিপোজিট- এই বিভাগগুলোতে দীর্ঘ ৩৭ বছর ধরে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ