• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

পেশাদার সাংবাদিকদের পত্রিকা হয়ে উঠুক দেশবাংলা : বিশাল রহমান

নিজস্ব প্রতিবেদক / ২১ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

এত দৈনিক পত্রিকার ভীড়ে আরও একটি নতুন পত্রিকা। দেশবাংলা নতুন নয় তবে নতুন আংগিকে নয়া ব্যবস্থাপনায় আসছে পত্রিকাটি। সুনিশ্চিত ভবিষ্যতের বিপরীতে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ পেশাদার সাংবাদিক তাদের হাউজ থেকে বের হয়ে দেশবাংলার সঙ্গে চলে আসছে কিসের মোহে? যারা বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার খোঁজখবর রাখেন তাঁরা জানেন দেশবাংলার সম্পাদনার দায়িত্ব নিয়েছেন এদেশের প্রথিতযশা অনুসন্ধানী সাংবাদিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেশন টিমের প্রধান, যশস্বী ক্রাইম রিপোর্টার সাইদুর রহমান রিমন। রিমন ভাই স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান। তাই হ্যামিলনের বাঁশিওয়ালার মত তাঁর পিছনে সবাই ছুটে চলেছে। পেশাদার প্রতিষ্ঠিত সাংবাদিকরা তাই এ অনিশ্চিত কিন্তু স্বপ্নময় পদযাত্রায় বড় বড় হাউজ ছেড়ে শামিল হচ্ছেন দেশবাংলায় । এ স্বপ্ন কি উচ্চাভিলাষী স্বপ্ন? না যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবতা বিবর্জিত স্বপ্ন নয়। এ কাগজে আমরা পাঠককে নতুন কিছু দিতে চাই এবং সেসংগে পত্রিকা ছেড়ে মোবাইল হাতে নেওয়া নতুন প্রজন্মকে পত্রিকা পাঠক হিসেবে গড়ে তুলবার এক কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছি।আর আমাদের সম্পাদক সাইদুর রহমান রিমন যে লড়াইয়ের অধিনায়কের ভূমিকায় সেখানে বিজয় আসবেই। গতকাল বগুড়ার একজন প্রথিতযশা সাংবাদিক ফোনে জিজ্ঞেস করেছিলেন…ভাই আপনাদের ফাইন্যান্স করছে কোন শিল্পগোষ্ঠী? উত্তরে বলেছি… স্বপ্ন? ও… সুপারশপ স্বপ্ন? আবার উত্তরে বলি.. না এ হলো এদেশের গণমাধ্যম কর্মীদের নিজেদের স্বপ্ন। ভাই এতদিনতো বিভিন্ন শিল্পগোষ্ঠীকে আংগুল ফুলে কলাগাছ বানাতে সহায়তা করেছেন! এবার আমরা সবাই মিলে এদেশে সাংবাদিক এবং এদেশের সাংবাদিকতার জন্য কিছু একটা করি।…. পরিশেষে দেশবাংলার সঙ্গে যুক্ত সকল স্বপ্নবাজ গণমাধ্যমকর্মীদের জন্য অনেক অনেক শুভ কামনা ও অভিনন্দন জানাই।

বিশাল রহমান
ঠাকুরগাঁও


আরো বিভন্ন বিভাগের নিউজ