ফেইসবুকে একটি পাত্র পাত্রির গ্রুপে ছেলে মায়ের জন্য পাত্র চাচ্ছে – লেখা দেওয়া হল।
এডমিন এপ্রুভ প্লিজ ❤️
আসসালামু আলাইকুম।
যারা পোষ্টটি পড়বেন তাদের এবং তাদের পরিবারের জন্য দোয়া রইল। আর পোস্টটি সিরিয়াস পোস্ট অযথা কেউ নক দিবেন নাহ । আগের বার কোন সাড়া না পাওয়ায় আবার দিতে হলো। আমি ছোট মানুষ কোন ভুল হলে মাফ করে দিবেন।
আমার আম্মুর জন্য পাত্র চাই –
নামঃ নাজমা জাহান
জন্ম তারিখঃ ১৯৮৮
উচ্চতাঃ ৫ ফিট
গায়ের রংঃ ফর্শা
রক্তের গ্রুপঃ ও+
ধর্মঃ ইসলাম
বৈবাহিক অবস্থাঃ ডিভোর্সড ( ২ টি সন্তান আছে)
শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি
ফ্যমিলিঃ মধ্যবিত্ত ফ্যামিলি।
পিতা: মৃত
মাতা: মৃত
বর্তমান অবস্থান : টংগি, গাজিপুর
বরিশালে জন্ম ,
হোমটাউনঃ বরিশাল ( কম যাওয়া হয় )
শখঃ ঘুরাঘুরি করা, লং ট্যুর
আলহামদুলিল্লাহ্ ৫ ওয়াক্ত নামায পড়েন আম্মু। খুব পজেটিভ মাইন্ডের মানুষ। যে কোন পরিস্থিতি মেনে নিতে পারেন। যে কোন পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারেন। চঞ্চল , হাসিখুশি , প্রাণবন্ত একজন মানুষ। হাসতে ভালোবাসেন এবং খুবি মিশুক প্রকৃতির মানুষ।
👉আম্মুর জন্য যেমন জীবনসঙ্গী চাচ্ছিলাম :
শিক্ষিত, শান্ত, মিশুক,সংসারী মানুষ চান। অবশ্যই ভালো মনের একটা মানুষ হতে হবে। আমি মনে করি মনের মতো কাওকে পাওয়া সম্ভব না, কেউ কারো মনের মত না। সবচেয়ে বড় কথা আমি এমন একজন বাবা চাই, যার কোলে মাথা রেখে ঘুমাতে পারবো।
বয়স ৩০+ এর মধ্যে হতে হবে।
#If_you_are_looking_for_a_good_pure_human_being_then_my_mother_is_your_perfect_choice.
আগ্রহীরা যোগাযোগের জন্য ইনবক্সে ছবি সহ বায়োডাটা দিবেন। আর অযথা কেউ বিরক্ত করবেন না।