• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ওপারে ফের গোলাগুলি শুরু

ডেক্স নিউজ / ২৩ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক পিলার নম্বর ৪৪-এর ওপারে মিয়ানমার অংশে গোলাগুলি শুরু হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল থেকে এ গোলাগুলি শুরু হয়। সীমান্তের এপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা সংলগ্ন চাকঢালা-চেরার মাঠ এলাকার বাসিন্দারা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন।

শনিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপির সাথে সেদেশের গেরিলা গ্রুপ আরাকান আর্মির এই যুদ্ধ চলে।

এরপর গোলাগুলি থামলেও রবিবার সকাল ১০টা থেকে আবার এর শব্দ শোনা যাচ্ছে।
এদিকে, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারের মানুষকে ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে সরে যেতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

শনিবারের ঘটনায় ওপার থেকে নিক্ষিপ্ত গুলি ও মর্টার শেল সীমান্তের জিরো লাইনের কাছাকাছি পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জননিরাপত্তার দিক বিবেচনায় সদর ইউনিয়নের চেরার মাঠ ও দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠ এলাকা থেকে কয়েকটি পরিবারকে আশপাশের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ