• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

৪,০০০ পিস ইয়াবা নিয়ে ৬ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১৫

প্রেস বিজ্ঞপ্তি / ১৮ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

কক্সবাজার টেকনাফ থানাধীন সাতঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৬ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১৫*

গত ২৯ মে ২০২৩ খ্রিঃ অনুমান ১৮.১০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়াপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে দ্রুত পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট ০৬ মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে তাদের হেফাজত হতে *সর্বমোট ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রয়ের নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার* করা হয়। আটককৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় *১। মোঃ নুরুল কবির (২৬)*, পিতা-জাফর আলম, *২। ওসমান গনি (৩০)*, পিতা- আবুল কালাম, *৩। দেলোয়ার হোসেন (১৯)*, পিতা-আব্দুর রহিম, *৪। মোঃ সাইফুল ইসলাম (২২)*, পিতা-জকির আহাম্মদ, সর্বসাং-নয়াবাজার পূর্ব সাতঘরিয়াপাড়া, *৫। রহমত করিম (২৪)*, পিতা-মৃত আঃ মুনাফ, সাং-নয়াবাজার পশ্চিম সাতঘরিয়াপাড়া, সর্বওয়ার্ড নং-০৭, ইউনিয়ন-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং *৬। মোঃ আরব মিয়া (৩৫)*, পিতা-লাল মিয়া, সাং-বড়কান্দা, ওয়ার্ড নং-০৩, ইউনিয়ন-ঢাকি, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ বলে জানা যায়। ধৃত মাদক ব্যবসায়ীরা জানায় যায় যে, তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন পন্থায় নিজেদের হেফাজতে রেখে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে এবং জব্দকৃত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

—–স্বাক্ষরিত—–
মোঃ আবু সালাম চৌধুরী
অতিঃ পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
পক্ষে অধিনায়ক


আরো বিভন্ন বিভাগের নিউজ