কক্সবাজারের রামু সীমানার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার ২৮/০৮/২০২৪ শে আগস্ট আনুমানিক দুইটার দিকে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উল্টাখালী পাড়া এলাকায় মৃত ওবায়দুল হকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত হলেন- মৃত ওবায়দুল হকের স্ত্রী সাবেকুন্নাহার ও মেয়ে হোছনেয়ারা বেগম আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন হামলার শিকার সাবেকুন্নাহার। এতে অভিযুক্তরা হলেন,একই এলাকার মৃত ঠান্ডা মিয়া ছেলে নুরুল হক, মেয়ে ছকিনা আক্তার,রোজিনা আক্তার,সুমিরা আক্তার ও নুরুল হকের স্ত্রী ফাতেমা বেগম।
থানায় দেয়া অভিযোগে বলা হয়েছে, হামলাকারিরা দীর্ঘদিন মো.ওবায়দুল হকের বসত ভিটার জমি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। জমি জবর দখলে ব্যর্থ হয়ে সাবেকুন্নাহার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানাভাবে হয়রানি ও বিভিন্ন অজুহাতে গালি গালাজ,মারধর ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলো।
এতে নিরুপায় হয়ে জমির মালিক ওবায়দুল ফকির স্ত্রী জবরদখলকারি চক্রের কবল থেকে রক্ষায় আইনি আশ্রয় নেন। এরই জের ধরে মঙ্গলবার আনুমানিক দুই ঘটিকার সময় মোঃ নুরুল হক তার পরিবারের অন্য সদস্যদের নেতৃত্বে আরও অজ্ঞাত ভাড়াটে লোকজন ধারালো দা,লোহার রড ও লাঠি সোটা নিয়ে মো.ওবায়দুল হকের বসত বাড়িতে পরিকল্পিতভাবে ভাংচুর ও হামলা চালায়।
হামলাকারিরা দেশীয় অস্ত্র ও লাটিসোটা নিয়ে মারধর করে ১ জনকে গুরুতর আহত করে। আহত হলেন- মো.ওবায়দুল হকের স্ত্রী সাবেকুন্নাহার তার মেয়ে হোছনেয়ারা বেগম,স্থানীয়রা মূমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হামলার শিকার সাবেকুন্নাহার জানান- হামলাকারিরা তার শ্লীলতাহানি করে এবং তাদের পরনে থাকা বসত ঘিরা বেড়া ভাঙচুর করে লুট করার চেষ্টা করেন।
এ ঘটনার পর থানায় মামলা করলে আবারও তাদের প্রাণনাশ,মারধর,ঘর বাড়ি পুড়িয়ে দেবে এবং উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকী দিচ্ছে। এ কারণে মো.ওবায়দুলের স্ত্রী সাবেকুন্নাহার ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন,এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”