কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছে।
২৪ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে একটা সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ স’ ন্ত্রা’ সীর খোঁজ পেয়ে আর্মির একটা টিম অভিযানে গিয়েছিলো। লে. তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে যায়, এক পর্যায়ে কথা কাটাকাটি হইলে গলায় ৩ বার ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে। এরপর বাম চোখে একবার আঘাত করে, একদম চোখের ভেতরে ছুরি বসিয়ে দেয়। গলার আঘাত বেশি গভীর হওয়ায় ব্লিডিং হয় প্রচুর। সিএমএইচ এ আনার আগেই মারা গেছে।
সেনা অফিসার হত্যায় আজকে রিজার্ভ পাড়ার ডাকাতদের মধ্যে সরাসরি অংশ নিয়েছিল চিহ্নিতরা হলেন। চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার হেলাল, শাহ আলম, গালকাটা নুরুল ইসলাম, আব্দুর রশিদ, সর্দার মৃত আমির হোসেন পুত্র পারভেজ, পুতু ডাকাত, আবছার সহ আরো অনেকে।
এখানে উল্লেখিত ডাকাত হেলাল ছাড়া সবাই মালুমঘাটের আলোচিত রহমান হত্যা মামলার আসামি, মাত্র মাস খানেক আগে ডাকাত শওকত আলী ও উলুবনিয়ার সন্ত্রাসী সজিবের সহযোগিতায় তারা জামিনে বের হয়ে আসে।
আরো উল্লেখ্য – ওরা বহু মানুষের জীবন নাশ/গরু চুরি/হাইওয়ে সড়কে বাইক ডাকাতি/ জমি দখল সহ নানা অপকর্মে জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল।