• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি / ৮৬ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে অঙ্গীকারবদ্ধ তরুণ অনলাইন সংবাদকর্মীদের অন্যতম প্লাটফর্ম ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২ টায় মেহেরঘোনা ফরেস্ট উদ্যানে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি হাফেজ বজলুর রহমানের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্টানটির সূচনা হয়।

অনুষ্টানে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজু’র সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনছুর আলম, ঈদগাহ রশিদ আহমদ কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, ঈদগাহ্ থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান, ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোছাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি হিজবুল্লাহ্, ঈদগাও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সভাপতি নুরুল আমিন হেলালী, ঈদগাও প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী, ঈদগাও মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, জাতীয় নাগরিক কমিটি ঈদগাঁও শাখার সদস্য এসকে ফারুকী, বন্ধুভীড় কক্সবাজার সভাপতি এডভোকেট মোবারক হোসেন সাঈদ, ছাত্র অধিকার পরিষদের নেতৃবন্দসহ উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা।

এর আগে বেলা ১১ টার দিকে উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে কয়েকটি ইভেন্টে নানান সাংস্কৃতিক ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টে হাড়ি ভাঙা ও র‍্যাফেলসহ্ আরও কয়েকটি সাংস্কৃতিক আয়োজনও করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। এবং অনুষ্টান শেষে উক্ত ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরন করেন অতিথিরা।

বক্তব্যে ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান বলেন,
ডিজিটাল যুগে অনলাইন প্রেস ক্লাবের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। যখনের খবর তখন প্রচারে অনলাইন সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের সকল কার্যক্রমে সকল সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিন বলেন, ঈদগাঁও’র মধ্যে তরুন ও অনলাইনে সংবাদ প্রচারের ক্ষেত্রে সক্রিয় কয়েকজন সংবাদকর্মীদের নিয়ে যোগ্যতা নির্ধারণের মধ্য দিয়ে গঠিত হয়েছে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাব। নতুন বছর যাত্রার শুরুতে সম্পুর্ন ভিন্ন ধারায় প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে এমন অনুষ্টানের আয়োজনের মধ্যদিয়ে ইতিমধ্যে সকলের নজরে এসেছেন এ প্রেস ক্লাব। বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে ভুমিকা রাখার শপথ বদ্ধ এই সংগঠনের নেতারা সকলে সহযোগিতা কামনা করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ