• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

পতাকা বৈঠকের মাধ্যমে ৪১ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

Md Nazim Uddin / ২১ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২

মিয়ানমারের কারাগারে সাজাভোগের পর আটক ৪১ জন বাংলাদেশী নাগরিককে দেশে ফিরিয়ে দিল মিয়ানমার। বুধবার (২৩ মার্চ) বিকালে টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালেদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৬ মে ২০২১ হতে বাংলাদেশি ৪১ জন নাগরিক মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিলেন। বিষয়টি জানতে পারার পর থেকেই বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘ এক বছর কুটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পর বুধবার (২৩ মার্চ) সকাল হতে বিকাল পর্যন্ত মিয়ানমারের মন্ডু পয়েন্ট অব এনট্রি নামক স্থানে দুপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে আটক ৪১ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে সক্ষম হয়।

এদিকে পতাকা বৈঠকে মিয়ানমার বিজিপি’র পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্ণেল কাও না ইয়াং শো।

মিয়ানমার ফেরত ৪১ বাংলাদেশী নাগরিকরা হলেন- জাকির হোসেন, নুরুল আবছার, মোহাম্মদ আয়ুব খান, মোহাম্মদ আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোছাইন, আব্দুর রশিদ, মোহামম্মদ সাকিব, মং থিং মারমা, চাইলা প্রু মারমা, নথিমং মারমা, মং লং চিং মারমা, ইউ মং চির মারমা, হালিমা খাতুন, উছাথুই মারমা, চাইন ডু অং মারমা, হারমনি ত্রিপুরা, হে হে ত্রিপুরা, ডালিয়েন ত্রিপুরা, সচিং ইউ মারমা, থোয়াই কি চিং মারমা, সাধু অং মারমা, হা সুইচিং মারমা, পাইসা থুই মারমা, আলী আহমদ, মোহাম্মদ শরীফ, ইমরান হোছাইন, নুর কাশেম, নুর আলম, মোহাম্মদ আলম, কলিম উল্লাহ, মোরশেদ আলম, মোহাম্মদ রফিক, জানে আলম, বাবুল, মুজিবুল্লাহ, সোলতান, মোহাম্মদ সলিম, মকবুল মাঝি ও সাদেক।

তাদেরকে করোনা পরীক্ষার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হবে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ শেখ খালিদ মোহম্মদ ইফতেখার।


আরো বিভন্ন বিভাগের নিউজ