• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

আজ জামারাতে পাথর নিক্ষেপ করবেন হাজিরা

ডেক্স নিউজ / ১০৭ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
Muslim worshippers throw pebbles as part of the symbolic al-A'qabah (stoning of the devil ritual) at the Jamarat Bridge during the Hajj pilgrimage in Mina, near Saudi Arabia's holy city of Mecca on August 11, 2019. (Photo by FETHI BELAID / AFP) (Photo credit should read FETHI BELAID/AFP/Getty Images)

আজ জিলহজ মাসের ১০ তারিখ। এই দিনে মিনায় বড় জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল ঐতিহাসিক আরাফাতের দিনে মোট ২৭টি ভাষায় খুদবা অনুবাদ করা হয়। লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে ধ্বনিত হয় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক।’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।

শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায় মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের ১০ জিলহজ পর্যায়ক্রমে তিনটি কাজ সম্পন্ন করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশে পশু কুরবানি ও মাথা মুণ্ডন করা। এরপর ১১ জিলহজ তিনটি শয়তানকে ২১টি পাথর মেরে হাজিরা তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের সবকটি ফরজকাজ সম্পন্ন হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ