• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

সড়কেই নামাজ আদায় বৈষম্যবিরোধী দুই শিক্ষার্থীর

ডেক্স নিউজ / ১০৩ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতা নিহতের প্রতিবাদসহ ৯ দফা দাবি নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টা থেকে সাদ্দাম মার্কেট, মাতুয়াইল, রায়েরবাগ, শনিরআখড়া, কাজলা সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। জোহরের নামাজের সময় হলে সড়কেই নামাজ আদায় করতে দেখা যায় আন্দোলনকারী দুই শিক্ষার্থীকে।

এর আগে হাজারো শিক্ষার্থীকে মহাসড়কে জড়ো হতে দেখা যায়। এ সময় তারা বিক্ষোভ মিছিলে- ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছ’ ইত্যাদি স্লোগান দেন।

সড়কে বিক্ষোভের সময় দেখা যায়নি পুলিশ। দনিয়া কলেজের সামনে অবস্থানরত সেনাবাহিনীর সামনেই শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তাদেরকে কোনো অ্যাকশন নিতে দেখা যায়নি। তবে তারা কামান ও বন্দুক তাক করে রয়েছেন। আন্দোলকারীরা জানিয়েছে, দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথেই অবস্থান করবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ