• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

ঈদগাঁও যুব অধিকার পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ১৫৬ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫

বাংলাদেশ গণ অধিকার পরিষদ (জিওপি)র অঙ্গসংগঠন
বাংলাদেশ যুব অধিকার পরিষদ কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার উদ্যোগ ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ রোজ শনিবার ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর হল রুমে অনুষ্ঠিত হয়।

মনছুর আলম এর সভাপত্বিতে ইফতার মাহফিল ও আলোচনা সভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইসলামি আন্দোলন চরমোনাই ঈদগাঁও উপজেলা সভাপতি শামশুল হক আজিজী, ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, জাতীয় দৈনিক “আমার দেশ” পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি আনোয়ার হোসাইন, এডভোকেট মোবারক সাঈদ, সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলাম,
মানবিক ফাউন্ডেশনের পরিচালক মনির আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সহ-সভাপতি বশির আহমেদ, ইসলামাবাদ ইউনিয়নের ছাত্র দলের সহ-সভাপতি সায়েদ আনোয়র ফাহিম, সাংবাদিক হাফেজ বজলুর রহমান, সাংবাদিক আলা উদ্দিন, নতুন অফিস পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ বজল, কক্সবাজার জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো:আরিফুল ইসলামসহ আরো অনেক অতিথিবৃন্দরা ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তরা পবিত্র রমজান মাসের ফজিলত নিয়ে কথা বলেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ গঠনের জন্য যুবকের ভুমিকা বেশি দরকার আছে বলে জানান। যুব অধিকার পরিষদ কমিটির জন্য শুভ কামনা জানিয়ে আলোচনা সভা সমাপ্ত করেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় ইফতার মাহফিলে অত্র যুব অধিকার পরিষদ এর কমিটির মধ্যে যারা উপস্থিত ছিলেন – সিনিয়র সহ-সভাপতি ডা. মিজানুর রহমান, রুস্তম মিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, যুগ্ন- সাধারণ সম্পাদক জহির উদ্দিন, আব্দুল মজিদ, প্রচার সম্পাদক মনজুর আলম।


আরো বিভন্ন বিভাগের নিউজ