• শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

‘এক চাকা’ নিয়েই ঢাকায় নিরাপদে অবতরণ করলো বিমানের ফ্লাইট

ডেস্ক নিউজ / ১৬৪ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫

কক্সবাজার ব্মিানবন্দর থেকে উড্ডয়নের পর চাকা খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনের উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিমানের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছিলেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ জানান, আজ দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমানের ফ্লাইটটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকায় সমস্যার দেখা দেয়। বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। পরে ফ্লাইটটি ২টা ২২ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে।

বিমানের যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলেও উল্লেখ করেন রাগিব সামাদ। তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছেন। যাত্রীরা সবাই নিরাপদ ও অক্ষত আছেন। সবাইকে প্লেন থেকে নামানো হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ