• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

হৃদয়ের অফিশিয়াল ইউটিউবে অল্প সময়ে ব্যাপক উন্নতি

বার্তা কক্ষ / ৭৯১ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০১৯

তানজিম হাসান রিফাতঃ তরুন প্রজন্মের ইউটিউবার ‘হৃদয় অাহমেদ শান্ত’ মাএ কয়েক দিন আগে ইউটিউবে পা রাখছে। কয়েক মাস অাগে চ্যালেল কক্স দেওয়া নিউজ হয়, তখন তার সাবস্ক্রাইব ছিলো মাত্র ২৫ হাজার। এরপর অাস্তে অাস্তে মানুষের ভালোবাসায় বাড়ে অফুরন্ত সাবস্ক্রাইব, গত রোজার মাসে মাত্র ১৫ দিনে ৫০ হাজার সাবস্ক্রাইব হয় হৃদয়ের ইউটিউব চ্যানেলে। এখন তার বর্তমানে সাবস্ক্রাইবের অবস্থান ১ লক্ষ ৪৯ হাজার ৫০০। হৃদয় ‘চ্যানেল কক্স’ কে বলেন অল্প সময়ে দর্শকের ভালবাসায় অনেক সাবস্ক্রাইব পেয়েছি অাশা করি কিছু দিনের মধ্যে ২ লক্ষ সাবস্ক্রাইব ক্রস করবে। হৃদয় আরো বলেন আসি সব সময় দর্শকের ভাল লাগার মত ভিডিও বানায় আমার ভিডিও দেখে এমন কোন মানুষ নেই না হাসে। হৃদয়ের ইউটিউব চ্যানেলে যা রয়েছে – হরেক শর্টফিল্ম, ফানি ভিডিও, মিউজিক ভিডিও, এসব ভিডিওতে হৃদয় নিজে সহ টিম নিয়ে অভিনয় করে। হৃদয় বলেন সামনে আমার আরো মজার ভিডিও অাসবে তার মধ্যে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে একটা চমৎকার ভিডিও পাবেন, ভিঅাইপি রিক্সাওয়ালার পর এই ভিডিও টা তে মানুষের প্রচুর ভালোবাসা পাবে বলে মনে করেন হৃদয়, হৃদয়ের  ইচ্ছে সে বড় নাটকে কাজ করবে, তার পপছন্দের অভিনেতা সাব্বির অর্নব। হৃদয় বর্তমানে লেখাপড়া করে তার পাশাপাশি ইউটিউবের ভিডিও বানায়। হৃদয় সবার দোয়া কামনা করেন সামনে আরো এগিয়ে যেতে চাই। তার ইউটিউ লিংক https://www.youtube.com/channel/UCQjg0o48GhEIg8CHiyxQFlQ


আরো বিভন্ন বিভাগের নিউজ