তানজিম হাসাম রিফাতঃ
আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “সমাধান” মোহাম্মদ অাসলাম পরিচালিত, বাংলাদেশের জন্য একটি কমেডিয়ান গল্প। প্রথম লটের কাজ শেষ, বাকী কাজ কিছু দিনের ভিতর শুরু হবে, ‘সমধান’ ছবিতে অভিনয় করছেন এসময়ের জনপ্রিয় ব্যাস্ততম নায়ক অভি ও নায়িকা সুবা ‘সমধান’ ছবি দিয়ে তাদের দু’জনকে প্রথমবারের মতো জুটি হয়ে দেখা যাবে। অভি বলেন : বাংলা চলচ্চিত্র কে আরও এগিয়ে নিতে আমাদের দেখতে পাবেন ‘সমধান’ চলচ্চিত্রে,
আমাদের সাথে, অারো যাদের দেখতে পাবে, অরিন, সাদেক বাচ্চু, রেহানা জলিল, সুব্রত, প্রমুখ। আমার প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকবেন, অপেক্ষা করুন ‘সমধান’ দেখতে।
আরেকটি একটি সু-খরবঃ অভি অভিনীত “ভালোবাসা ডট কম” মুভিটি রিলিজ হতে যাচ্ছে, আগামী ১২ই জুলাই ২০১৯, মোঃ মুক্তার উজ জামান প্রযোজিত, মোহাম্মদ অাসলাম পরিচালিত ছবিটি, দেখার অনুরোধ রহিল।