• রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় মাদক ব্যবসায়ী আটক | ChannelCox.com

নিউজ রুম / ১২ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

কাইছার সিকদার:

কক্সবাজারের কতুবদিয়া উপজেলার দক্ষিণ আমজাখালী গ্রামের আবু জাফর প্রকাশ জুনাইয়া (৪৫) পিতাঃ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে বলে জানা যায় কুতুবদিয়া থানা পুলিশ৷

কুতুবদিয়া থানার বরাত দিয়ে এই জুনাইয়া বিগত বহু বছর যাবৎ নিজ গ্রামে অবস্থান করে অত্র এলাকা এবং কুতুবদিয়ার বিভিন্ন এলাকার মাদক সেবিদের কাছে ইয়াবা, গাঁজা, এবং মদ সহ বিভিন্ন নেশার মাদক দ্রব্য বিক্রি করে আসছিল৷ তার কাছে হরেক রকম মাদকের যোগান থাকায় আশপাশের এলাকা সহ কুতুবদিয়ার ভিন্ন ভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এসে ভীড় জমাত জুনাইয়ার কাছে৷ ইতিপূর্বে আরো কয়েক বার মাদক সহ গ্রেফতার হয়েছিল এই মাদক ব্যবসায়ী৷ তার বিরুদ্ধে অন্তত ৫(পাঁচ) টি মাদক মামলা রয়েছে বলে সূত্র জানায়৷

গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে এসে কিছুদিন চুপ থেকে ফের একই কার্যে লিপ্ত হওয়ার তথ্য রয়েছে কুতুবদিয়া থানা পুলিশের কাছে৷ এই বার ও ব্যতিক্রম ঘটেনি তার, শেষ বার জামিনে মুক্ত হওয়ার পর বিগত কয়েক মাস যাবৎ আবারো দেদারছে মাদক ব্যবসা করে চলছে বলে থানা পুলিশের কাছে খবর এলে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গত রাতে তাকে গ্রেফতার করা হয়৷

কুতবদিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে, কুতুবদিয়া থানার আরেক চৌকশ অফিসার এস আই বাবলু সহ একদল পুলিশ অভিযান চালিয়ে গত রাত ২.৩০ টা নাগাদ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন তাকে৷ আটক কালে তার কাছ থেকে অন্তত ১০টি ইয়াবা উদ্ধার করা হয়৷ এসময় তার স্ত্রী ও সাথে থাকা অন্যান্য লোকজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি সফিকুল আলম৷

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল আলম চৌধুরী বলেন ঐ ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসির অভিযোগ এবং তাহার পূ্র্বের মাদক বিক্রির ইতিহাস পর্যবেক্ষণ করে কুতুবদিয়ায় মাদকের প্রসার রোধে তাকে গ্রেফতার করা হয়েছে৷ কুতুবদিয়া কে সন্ত্রাস ও মাদক মুক্ত রাখার যে প্রত্যয় নিয়ে কাজে নেমেছি এটা ও তার একটা অংশ বিশেষ৷ ভবিষ্যতে ও অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে আমার এই ধরনের অভিযান অব্যাহত থাকবে৷ করোনা কালীন সময়ে সবাইকে নিয়ম মেনে নিরাপদে চলাফেরা করার জন্য পরামর্শ দেন তিনি৷

এদিকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কুতুবদিয়া থানার নবাগত ওসির ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেছেন কুতুবদিয়ার সচেতন মহল৷

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ