• রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক | ChannelCox.com

নিউজ রুম / ১৪ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

ওমর ফারুক,টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২০হাজার ইয়াবা উদ্ধার করে এবং জড়িত থাকায় ১জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

জানা যায়, ১০ জুলাই (শুক্রবার) বিকাল পৌনে ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং র‌্যাব ক্যাম্প (সিপিসি-১) এর সদস্যরা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে এক ব্যক্তি ১টি ব্যাগ নিয়ে হোয়াইক্যং বাজারের দিকে আসার সময় দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে রোহিঙ্গা নাগরিককে আটক করে। রোহিঙ্গা নাগরিকের পরিচয় বালুখালী ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-৮৩ এর বাসিন্দা নুর আহমদের পুত্র আলী জোহার (৪৩)।

এরপর তার সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশী করে ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ