• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

চকরিয়ায় পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন | ChannelCox.com

নিউজ রুম / ১২ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

মোঃ নাজমুল সাঈদ সোহেল,চকরিয়া:

বাংলাদেশ আওয়ামী যু্বলীগ কক্সবাজার জেলার চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার অন্তর্গত পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছ। ৩১শে আগষ্ট বিকাল ৪ টায় ঈদমনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাংঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল শেষে, জাতীয় শোক দিবসের আলোচনা সভার সূচনা হয়।

পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নূর মোহাম্মদ পুতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে যুব সমাজকে এগিয়ে যেতে হবে। মাদক মুক্ত থাকতে হবে এবং করোনার ভাইরাসের আক্রমণের সময়ে মাক্স পড়তে হবে এলাকার সকল মানুষকে মাক্স পড়তে উৎসাহিত করতে হবে। শোকের মাস আগস্ট আসলেই সেই ৭৫ এর মতো দলের ভিতরে ঘাপটি মেরে থাকা খন্দকার মোস্তাকের উত্তরসুরীরা ষড়যন্ত্রে মেতে উঠে। এরই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মোস্তাকের লোকজন। আজকের শোকদিবসের ডাক হোক, যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে সেই ষড়যন্ত্রকরারীদের কঠোর হস্তে মোকাবেলা করতে হবে। তাদের বিষদাঁদ ভেঙ্গে দিতে হবে। ৭৫-এর কালো রাতে জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যার মধ্যদিয়ে স্বপ্নের সোনার বাংলাকে সাম্প্রদায়িক দুঃশাসনের পাকিস্তানে পরিনত করার চেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা।

উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক কাইসারুল হক বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সাবেক এম ইউপি নেয়ামত উল্লাহ, মাতামুহুরী ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহারবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, বি এমচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান উদ্দিন এম ইউপি, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন ইউনিয়নের ৪ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মানিক পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন সাধারণ সম্পাদক আসরাফ হোছাইন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আনিছ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আকতার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুকন উদ্দিন, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আছাব উদ্দিন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ বাদশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছায়েম, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মুজিব, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ এনাম,সাধারণ সম্পাদক মোঃ বাবুল, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জমির সাধারণ সম্পাদক হাছান, যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ