• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

কুতুবদিয়ার কর্মহীন গাড়ি শ্রমিকদের মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

Md. Nazim Uddin / ২৮ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

কাইছার সিকদার:

প্রাণঘাতী করোন ভাইরাসের প্রভাব বিস্তার রোধে সারাদেশ ব্যাপি কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে৷ মানুষকে নিরাপদে রাখতে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, আইনশৃংখলা বাহিনীর সদস্য সহ সরকারের বিভিন্ন মহল কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে৷ একই ধারাবাহিকতায় কুতুবদিয়া উপজেলায় লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন, থানার পুলিশ সদস্য ও নৌবাহী সদস্যরা প্রতিনিয়ত মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পাশাপাশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে৷

১০ জুলাই শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা চত্বরে জিপ গাড়ির চালক ও চালক সহকারীদের মোট ১৫০জনের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে৷ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে দশ কেজি চাউল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেয়াজ ও দুই লিটার ভোজ্য তেল৷

ত্রাণ বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ নুরের জামান চৌধুরী টিপু৷ এসময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার আরাফাত, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার, পিআইও খোকন চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ৷

বিতরণকালে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী টিপু বলেন, করোনার ভয়াবহ থাবা থেকে দ্বীপের মানুষকে সুরক্ষিত রাখার জন্য সার্বক্ষণিক আমরা মাঠে চেষ্টা চালিয়ে যাচ্ছি৷ লকডাউন মানুষকে কোণঠাসা করার জন্য নয় বরং মহামারির ভয়াবহতা থেকে বাঁঁচানোর জন্য৷ আপনারা আইন মেনে প্রশাসনকে সহযোগিতা করুন, প্রশাসন আপনাদের সহযোগিতা করে যাবে৷ জিপ গাড়ির শ্রমিকেরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে গাড়ি বন্ধ রেখে শতভাগ লকডাউন পালনে সর্বাত্বক সহযোগিতা করেছেন তাই অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের ত্রাণ দেওয়া হয়েছে পর্যায়ক্রমে অন্যান্যদের দেওয়া হবে৷ লকডাউন চলাকালীন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চয়তা দেন৷


আরো বিভন্ন বিভাগের নিউজ