• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

উৎসব আমেজে করোনার গণটিকা নিচ্ছেন কুতুবদিয়ার মানুষ

Md Nazim Uddin / ৩১ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১

কাইছার সিকদার:

দেশজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রবল আকার ধারণ করেছে৷ দিনদিন মানুষের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে৷ করোনার বিস্তার রোধে মানুষের অবাদ মেলামেশা ও চলাফেরা নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন লকডাউনের আওতায় দেশ, এতে করে অর্থনৈতিক হুমকির মুখে পড়তে যাচ্ছে দেশ৷ সবকিছু বিবেচনা করে এবার সরকারের সিদ্ধান্ত মানুষকে করোনা থেকে নিরাপদে রাখতে সারাদেশ জুড়ে ইউনিয়ন পর্যায়ে গণ হারে করোনা টিকা প্রদানের৷ সিদ্ধান্ত কার্যকর করতে সারাদেশের ন্যায় কুতুবদিয়ায় ৭ আগষ্ট শনিবার ৬টি ইউনিয়নে টিকা কার্যক্রম আরম্ভ করা হয়৷ এতে প্রত্যেকটি ইউনিয়নে ৬০০জন করে মোট ৩৬০০জন মানুষকে সফল ভাবে টিকা প্রদান করা হয়৷

শনিবার ৭ আগষ্ট সকাল নয়টায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদে এই গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী৷ এসময় উপস্থিত ছিলেন উঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার, আরএমও ডাঃ রেজাউল হাসান, পিআইও খোকন চন্দ্র দাস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ৷

এব্যাপারে উঃ পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সরকারের গণটিকা কার্যক্রমে কুতুবদিয়ার মানুষ দারুণ ভাবে সাড়া দিয়েছে৷ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ৬০০জন করে ছয়টি ইউপিতে মোট ৩৬০০জন মানুষকে সফলভাবে টিকা প্রদান সম্পন্ন হয়েছে, এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই দিনে ৮৪২জন সহ মোট ৪৪৪২ জন টিকা নিয়েছেন আজ৷ পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ফের ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা প্রদান কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন৷


আরো বিভন্ন বিভাগের নিউজ