• সোমবার, ২০ মে ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় জুয়ার আসর থেকে মাদকসহ আটক ২

Md Nazim Uddin / ৪২ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

কাইছার সিকদার:

কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ বাজারের কাছাকাছি উত্তর মগডেইল এলাকায় একটি পুরোনো ভবনে জুয়া খেলা ও ইয়াবা সেবনের আসর থেকে দুই(২) ব্যক্তিকে মাদকসহ আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ৷ বুধবার (২৫ আগষ্ট) বিকেল পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷ আটককৃরা হলেন বড়ঘোপ ০১নং ওয়ার্ড়ের কাদের হোছেনের ছেলে বেলালুল ইসলাম বেলাল(৩৫) ও ০৫নং ওয়ার্ড় দক্ষিণ মগডেইল এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ আতিকুর রহমান আতিক(২৫)৷

কুতুবদিয়া থানার বরাত দিয়ে, কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দারের তত্ত্বাবধানে, এসআই আব্দুল্লাহ আল ফারুক(নিঃ) কুতুবদিয়া থানা এলাকায় সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি করাকালিন বড়ঘোপ ইউপিস্থ বঙ্গবন্ধুপাঠাগারের ভিতরে ইয়াবা সেবনরত অবস্থায় বেলালুল ইসলাম বেলাল (৩৫), মোঃ আতিকুর রহমান আতিক (২৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়৷ প্রকাশ বেলালের কাছ থেকে ১০পিস ইয়াবা ও আতিকুর রহমানের কাছ থেকে ছয়(৬) পিচ ইয়াবা ট্যাবলেট সহ উভয়ের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়৷ পরবর্তীতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত বেলাল ইসলাম বেলাল (৩৫)কে ০২ (দুই) মাসের সাজা ও মোঃ আতিকুর রহমান আতিক (২৫)কে ০১ (এক) মাসের সাজা প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়ঘোপ এলাকার কাদের হোছেনের ছেলে বেলালুল ইসলাম বেলাল উত্তর মগডেইলস্থ একটি পুরোনো ভবনকে বঙ্গবন্ধু পাঠাগার হিসেবে নাম দিয়ে দীর্ঘদিন যাবত ওখানে জুয়া ও মাদকের আসর পরিচালনা করে আসছেন৷ স্থানীয়রা ওটাকে মিনি ক্যাসিনো বলে নাম দিয়েছেন৷ বেলাল নিজে ওখানে বসে জুয়া খেলে, মাদক সেবন করে এবং মাদক বিক্রির করে আসছে বলে জানায় সূত্রটি৷

কুতুবদিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য শফিউল আলম জানান, কুতুবদিয়ায় বঙ্গবন্ধু পরিষদের আওতাধীন একটা বঙ্গবন্ধু পাঠাগার রয়েছে সেটা বঙ্গবন্ধু পরিষদের স্থায়ী কার্যালয় সরকারি টেলিফোন অফিসের উত্তর পার্শ্বে পুরাতন টেলিগ্রাফ অফিসে অবস্থিত৷ যেখানে পুলিশ অভিযান চালিয়েছে সেটা বঙ্গবন্ধু পাঠাগার নয়, বঙ্গবন্ধু পাঠাগারের নাম ভাঙ্গিয়ে স্থানীয় কিছু ব্যক্তি নিজেদের ঘৃণ্য স্বার্থসিদ্ধির কাজে লাগিয়েছে৷ বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে মাদক ও জুয়ার মত এমন ঘৃণ্য কাজে লিপ্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি, সাথে সাথে দায়িদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি৷

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান, জুয়া খেলা ও মাদক সেবনরত অবস্থায় দুজনকে আটক করা হয়েছে৷ আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরো বিভন্ন বিভাগের নিউজ